চা খাওয়া নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, বসতঘর ভাংচুর-লুটপাট

  • ফরিদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৭:৪৮ পিএম
ছবি প্রতিনিধি

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় চা খাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই দলের মহিলাসহ ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের বড় হামেরদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ১০টি বসত ঘর ভাংচুর ও লুটপাট করে প্রতিপক্ষের লোকজন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হামেরদী বাজারে হাবিব শিকদারের দলের রিজু শিকদারের সাথে কাইয়ুম তালুকদারের দলের ইদ্রিস তালুকদারের সাথে চা খাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। এতে হাবিব শিকদারের দলের হাফিজুল তালুকদারের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় কাইয়ুম তালুকদারের লোকজন, তখন দুই পক্ষের তিনজন লোক আহত হয়। পরে স্থানীয়রা হাফিজুলকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

এ ঘটনার জের ধরে শনিবার ভোরে হাবিব শিকদারের লোকজন দেশীয় অস্ত্র ডাল, কাতরা, রামদা ও ইট পাথর নিয়ে কইয়ুম তালুকদারের দলের ১০টি বসত ঘর ভাংচুর ও লুঠপাট করে। তখন অপর পক্ষের লোকজন জড়ো হলেও পুলিশের কারণে সংঘর্ষে জড়াতে পারেনি।

এ বিষয় ভাঙ্গা থানার ওসি মো. মামুনুর রশীদ জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। বেশ কিছু বাড়িঘর ভাংচুর হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ওয়াইএ