দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘হিলি প্রেসক্লাবের’ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।
এতে সকল সদস্যের মতামত নিয়ে জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার হিলি প্রতিনিধি গোলাম রব্বানীকে আহ্বায়ক এবং ৭১ টিভি ও সোনালী নিউজ হিলি প্রতিনিধি ছামিউল ইসলাম আরিফকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন এশিয়ান টিভির হাকিমপুর প্রতিনিধি মাহাবুব হোসেন, দৈনিক যায়যায়কাল পত্রিকার প্রতিনিধি কৌশিক চৌধুরী, ডেইলি সানশাইন পত্রিকার হিলি প্রতিনিধি ইমরুল কায়েস সোহেল, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার হিলি প্রতিনিধি সাব্বির হোসেন, দৈনিক মানবাধিকার পত্রিকার হিলি প্রতিনিধি ওয়েসকুরনী, দৈনিক কালবেলার হিলি প্রতিনিধি ফারহান হোসেন, গ্লোবাল টেলিভিশনের হিলি প্রতিনিধি লুৎফর রহমান, এখন টিভির হিলি প্রতিনিধি সোহেল রানা, মাহাবুব আলম বকুল।
এসআই