থানার ফেসবুক আইডি থেকে হাসিনার বক্তব্য শেয়ার

  • মানিকগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৪:৪৮ পিএম

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য শেয়ার দেওয়া হয়েছে। এতে সমালোচনার মুখে পড়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা ১৪ মিনিটে সিংগাইর থানার ‘singer ps’ আইডি থেকে ভিডিওটি শেয়ার দেওয়া হয়। যদিও ১২টা ৪৯ মিনিটে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।

[243386]

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ভিডিও শেয়ারের বিষয়টি অনাকাঙ্ক্ষিত। মোবাইলের বিষয়টিতো জানেনই। এটা ভুলে শেয়ার হয়েছে। তবুও আমরা বিষয়টি দেখবো। কেউ যদি ইচ্ছাকৃত করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আইএ