গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়িতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দ্বায়ের করা হয়েছে। মামলার আসামি বিষা শেখ (৭৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) বিকেলে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রাম থেকে বিষা শেখকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, সোমবার দুপুর ২টার দিকে হরিচন্ডপুর গ্রামের নিজের ভুট্টার জমিতে ওই শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে বিষা শেখ।
আসামি বিষা শেখ (৭৫) উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডপুর গ্রামের মৃত হোসেন মুন্সি ওরফে খছর মিয়ার ছেলে।
শিশুটি কিসামত আলী কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।ধর্ষণের বিষয়টি তাৎক্ষণিক শিশুটির পরিবার ও স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিষা শেখকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
[246209]
বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সকালে শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমটিআই