শা‌ন্তিপূর্ণভা‌বে ডি‌সেম্ব‌রের ম‌ধ্যেই নির্বাচন দেয়ার আহ্বান কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৭:২৪ পিএম

‌কুমিল্লা: কেন্দ্রীয় বিএন‌পির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হো‌সেন কায়‌কোবাদ বলেছেন- ‌দে‌শে এক‌টি শা‌ন্তিপূর্ণ নির্বাচন চাই। আর সে‌টি ডি‌সেম্ব‌রের ম‌ধ্যেই দেয়ার দাবি জানান।

কিছু ছাত্র আমাদের ছাত্রসমাজ‌কে কলু‌সিত কর‌তে চায়। তা‌দের তা কর‌তে দেয়া যা‌বেনা। এ বিষ‌য়ে প্রধান উপ‌দেষ্টার হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন। বিএন‌পির কেহ য‌দি চাদাবা‌জি ক‌রে তার কোন রক্ষা নাই। দল থে‌কে ব‌হিষ্কার করা হ‌বে।

শ‌নিবার বিকালে কুমিল্লার মুরাদনগর হায়দাবাদ সামছুল হক ক‌লেজ মা‌ঠে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

কেন্দ্রীয় বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হো‌সেন কায়‌কোবাদ বলেন- সব‌চে‌য়ে বে‌শি মামলা খে‌য়ে‌ছে সে হ‌লো মাসুদ।‌ সে এখ‌নো মামলা খা‌চ্ছে।

তিনি পু‌লিশ সুপা‌রের বিদা‌য়েরর দাবি তো‌লেন।পু‌লিশ সুপার আওয়ামী লীগ‌কে প্রতিষ্ঠা কর‌তেই মুরাদনগ‌রের ও‌সি‌কে বদ‌লি ক‌রে‌ছেন। 

‌কায়‌কোবাদ কান্না ক‌ন্ঠে ব‌লেন দীর্ঘ ১৩বছর পর আমি দে‌শে ফি‌রি। সেই দিন এয়ার‌পো‌র্টে আমার মুরাদনগরবা‌সি যে ভা‌লোবাসা দে‌খি‌য়ে‌ছেন তা ঋণ আমি শোধ কর‌তে পা‌রি‌নি। আমি কোন‌দিন চিন্তাই কর‌তে পা‌রি‌নি এতবড় মামলার পর আবার আপনাদের মা‌ঝে ফি‌রে আস‌বো।

[247874]

মুরাদনগ‌রের জন‌্য কিছু করার জন‌্য সক‌লের কা‌ছে দোয়া চে‌য়ে তি‌নি ব‌লেন ,আমি আপনার কামলা হ‌য়ে থাক‌তে চাই।

নতুনপা‌র্টিদের কে উদ্দেশ‌্য ক‌রে ব‌লেন, আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হো‌সেন কায়‌কোবাদ বলেন- চোখ কান খোলা রাখুন। যারা আমা‌কে হত‌্যা ক‌রে গুম কর‌তে চে‌য়ে‌ছি‌লো তারাই  মুরাদনগ‌রে নতুন দ‌লের নেতা।   

মুরাদনগ‌রের গ‌রিব মানু‌ষের চি‌কিৎসা ব‌্যবস্থার জন‌্য ব্যক্তিগত অর্থ থে‌কে মা‌সে ৫। ৬ লক্ষ টাকা দেয়ার ঘোষণা দেন।

মুরাদনগর উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক ম‌হিউদ্দিন অঞ্জন এর সভাপ‌তি‌ত্বে জনসভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএন‌পির সহ সাংহঠ‌নিক সম্পাদক, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারসহ জেলা ও উপ‌জেলা বিএন‌পির নেতৃবৃন্দরা।

এদিকে' দীর্ঘ ১৯বছর পর সা‌বেক ৫বা‌রের এম‌পি, সা‌বেকমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হো‌সেন কায়‌কোবাদ তার নির্বাচনী এলাকায় জনসভায় অংশ নেন।

এআর