রূপগঞ্জে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর গ্রেফতার 

  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৯:০৮ পিএম

নারায়ণগঞ্জ: অপারেশন ডেবিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক, তারাবো পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ও তারাবো পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) ভোরে রাজধানীর ওয়ারী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আনোয়ার হোসেন রূপগঞ্জের তারাবো পৌরসভার নোয়াপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। 

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানায় মারামারি ও চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে। 

এআর