আলফাডাঙ্গা বাজার নির্বাচন

প্রচারণায় ব্যস্ত চেয়ার প্রতীকের সভাপতি পদপ্রার্থী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৯:৪১ পিএম

ঢাকা: আসন্ন ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। 

এই নির্বাচনে চেয়ার প্রতীকের সভাপতি পদপ্রার্থী আবুল বাশার শেখ প্রচারণায় ব্যস্ত সময় অতিক্রম করছেন। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।

শনিবার (৫ জুলাই) বিকালে বিপুলসংখ্যক কর্মী-সমর্থকদের নিয়ে প্রতীকসম্বলিত হ্যান্ডবিল বিতরণের মধ্য দিয়ে চেয়ার প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। 

[252174]

এসময় চেয়ার প্রতীকের সভাপতি পদপ্রার্থী আবুল বাশার শেখ বলেন, 'মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটের অধিকার ছিনিয়ে নেবো না। 

ভোটারদের ভালোবাসা সাথে রেখে ভোটের মাঠে থাকবো। আমি নির্বাচিত হলে বাজারের সকল ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকব। শুধু তাই নয় ক্রেতা সাধারণের সুযোগ সুবিধা মত সকল ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করব।'

এআর