ঢাকা : পদ্মা সেতুর মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পরপর পাঁচটি যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনার পর ব্যস্ততম এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হন। পরে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।
হাসাড়া হাইওয়ে ফাঁড়ির ওসি আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বর্ণনা দিয়ে বলেন, পদ্মা সেতু থেকে নেমে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রথমে একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর ইমাদ পরিবহনের বাসটি ইলিশ পরিবহনের একটি বাসকেও ধাক্কা দেয়।
তখন ইমাদ পরিবহনের বাসটি রোড ডিভাইডারের উপর দিয়ে ছিটকে গিয়ে মাওয়ামুখী লেনে পড়ে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
পিএস