মধ্যরাতে খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১০:৩৪ এএম

ঢাকা: টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট (গেট) খুলে দেওয়া হয়েছে। সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টা ২ মিনিটে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

প্রকৌশলী মাহমুদ হাসান আরও জানান, মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় গেট খোলার সিদ্ধান্ত থাকলেও হ্রদে পানির চাপ অতিরিক্ত বেড়ে যাওয়ায় রাতেই গেট খোলা হয়। বর্তমানে হ্রদের পানির উচ্চতা ১০৮ দশমিক ০৫ ফুট, যেখানে বিপৎসীমা নির্ধারিত আছে ১০৮ ফুটে। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত।

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু থাকায় এর মাধ্যমে প্রতিদিন অতিরিক্ত ৩২ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের হারও বেড়েছে। এখন পাঁচটি ইউনিটে মিলিয়ে প্রায় ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যেখানে কেন্দ্রটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ২৪৫ মেগাওয়াট।

এর আগে সোমবার বিকেল ৩টায় প্রাথমিকভাবে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে রাতেই পানির উচ্চতা দ্রুত বেড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত পরিবর্তন করে গেট খুলে দেওয়া হয়।

ভাটি এলাকার মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রকৌশলী মাহমুদ হাসান।

ওএফ