ঢাকা : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে দেশটিতে অনুপ্রবেশ করা ৩৯ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের ১৪৭ পিলার গণকবরের কাছে বিএসএস সদস্যরা তাদেরকে বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেন।
বিজিবির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কাইযুম হোসেন জানিয়েছেন, বিভিন্ন সময়ে অনুপ্রবেশ করা বাংলাদেশের বিভিন্ন জেলার ৩৯ জন নারী-পুরুষ সম্প্রতি ভারতের কারাগার থেকে ছাড়া পান।
সেখান থেকে পুলিশের মাধ্যমে তাদেরকে বিজয়পুর মাঠপাড়া বিএসএফ কোম্পানি কমান্ডার এসি সুনিল কুমার ঘোষের কাছে হস্তান্তর করা হয়।
পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কর্মকর্তা, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইলের কাছে তাদেরকে হস্তান্তর করে বিএসএফ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানিয়েছেন, বিএসএফ ৩৯ বাংলাদেশিকে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পিএস