পিরোজপুর: তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নদীপথে বইতে থাকে উৎসবের আমেজ।
ধানের শীষের জয়ধ্বনিতে মুখরিত নেছারাবাদের আকাশ-বাতাস। শতাধিক ট্রলারে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বিএনপির এক বিশাল নৌ র্যালি অনুষ্ঠিত হয়।
পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. মাহমুদ হোসেনের পক্ষে নেছারাবাদ উপজেলা বিএনপির উদ্যোগে এ নৌ র্যালির আয়োজন করা হয়।
নেছারাবাদ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ট্রলারযোগে র্যালিতে যোগ দেন নেতাকর্মীরা। কারও হাতে ছিল বিএনপি ও ধানের শীষের পতাকা, আবার কারও মুখে ছিল “ধানের শীষের বিজয় চাই” সহ নানা স্লোগান।
র্যালি চলাকালে ডুবি আলিম মাদ্রাসা মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. মাহমুদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটের অধিকার ফিরে পেতে চায়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আগামীর নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে।”
[257403]
তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক, তারেক রহমানের নেতৃত্বেই দেশে সত্যিকারের পরিবর্তন আসবে। এই অন্যায়-দুর্নীতির শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগ।
বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. নুরুল আলম বিপ্লব।
বলদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলামের সভাপতিত্বে ও রুহুল আমিন খলিফার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ ইমাম উদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. উজ্জ্বল হাওলাদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল কবির, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান প্রমুখ।
বক্তারা বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।
র্যালিতে নেছারাবাদ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এআর