বাপ্পীকে অবাঞ্ছিত ঘোষণা: জামালপুরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার প্রতিবাদ

  • জামালপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০২:৫৪ পিএম

জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাপ্পীকে "ফ্যাসিস্টের দোসর" দাবি করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে শহরের ফৌজদারি চত্বরে ফ্যাসিবাদ বিরোধী সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই ঘোষণা দেওয়া হয়।

বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান বাপ্পী আওয়ামী লীগ সরকারের আমলে সর্বোচ্চ সুবিধা ভোগী ছিলেন। তারা আরও দাবি করেন, বাপ্পী জামালপুরের সরকারি-বেসরকারি স্বাস্থ্য খাতকে জিম্মি করে রেখেছিলেন এবং তার প্রার্থিতা জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি পদে নির্বাচনের জন্য আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মানববন্ধনে বক্তৃতা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আদল হাসান সূচক, সাবেক যুগ্ম সদস্য সচিব আমিমুল ইহসান ও সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব আহাদ হোসেন। বক্তারা মোস্তাফিজুর রহমান বাপ্পীকে গ্রেপ্তারের দাবি জানান এবং তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এছাড়া, গত ২৮ সেপ্টেম্বরও ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা মোস্তাফিজুর রহমান বাপ্পীকে গ্রেপ্তারের দাবিতে আরেকটি মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসএইচ