কেন্দুয়ায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • নেত্রকোনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৭:০২ পিএম

নেত্রকোনার কেন্দুয়ায় ইউনিয়ন জামায়াতের এক সভায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি। হামলায় তিনজন আহত হয়েছেন। জামায়াতের সংবাদ সম্মেলনের পর বিএনপিও পাল্টা সংবাদ সম্মেলন করে।

জামায়াত জানায়, গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সান্দিকোনা ইউনিয়ন জামায়াতের সভা চলাকালে সান্দিকোনা বাজারের একটি কোচিং সেন্টারে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবুলের নেতৃত্বে ১৫-২০ জন মিলে হামলা চালায়। হামলায় সান্দিকোনা ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাজহারুল ইসলাম শামীমসহ তিনজন আহত হন। আহতদের মধ্যে শামীম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একইদিন রাত সাড়ে ৯টায় কেন্দুয়া পৌরশহরের সোনালী ব্যাংক সংলগ্ন উপজেলা জামায়াত কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াত। সেখানে লিখিত বক্তব্যে উপজেলা জামায়াতের আমির ছাদেকুর রহমান জানান, সভার শুরু থেকেই স্থানীয় বিএনপি নেতারা নানাভাবে উস্কানিমূলক কথা বলছিলেন। তবে জামায়াত নেতারা তা এড়িয়ে চলেন। একপর্যায়ে যুবদল নেতা হাবুলের নেতৃত্বে হামলা চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে জামায়াতের নেতাকর্মীরা শনিবার দুপুরে পৌরশহরে বিক্ষোভ মিছিলও করেন।

অপরদিকে, একই ঘটনায় শনিবার বিকেল সাড়ে ৩টায় পৌরশহরের বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সেখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু বলেন, হামলায় যুবদল নেতা হাবুলসহ তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, জামায়াত-শিবির এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতারা বিএনপির নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। বিষয়টি শুনে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে গেলে কথাকাটাকাটি ও সংঘর্ষে রূপ নেয়। হামলার পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সন্ধ্যায় প্রতিবাদ মিছিলও করেছেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, যুবদলের আহ্বায়ক মাঈন উদ্দিনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ