জালে আটকা কুমির ছানা উদ্ধার, সুন্দরবনের অবমুক্ত

  • বাগেরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৬:২২ পিএম
ছবি প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় স্থানীয় জেলের ঝাঁকি জালে ধরা পড়েছে দুই ফুট লম্বা একটি কুমির ছানা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের খালে মাছ ধরার সময় শাহিন ফরাজীর জালে কুমিরটি আটকা পড়ে। তিনি সুন্দরবন সুরক্ষা কমিটির সদস্য হওয়ায় দ্রুত বনবিভাগকে খবর দেন।

বনবিভাগের কর্মকর্তারা কুমির ছানাটিকে উদ্ধার করে সুন্দরবনের তেড়াবেকা নদীতে অবমুক্ত করেন। ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, প্রথমে জাল তুলতে গিয়ে জেলের ধারণা হয়েছিল বড় কোনো মাছ আটকা পড়েছে, পরে কুমির ছানাটি দেখে খুশিতে ছিলেন।

স্থানীয়রা জানান, পূর্ব সুন্দরবনের বগী-শরণখোলা ভারাণী খালের তেড়াবেকা এলাকায় কিছুদিন ধরে একটি বড় কুমির দেখা যাচ্ছিল। বন কর্মকর্তা মো. খলিলুর রহমান সতর্ক করেছেন, বড় কুমির খালে উপস্থিত থাকায় স্থানীয়রা সতর্ক থাকুন।

এসএইচ