দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের যুবক মাহামুদুন্নবী স্বাধীন মাল্টা চাষ করে বদলে দিয়েছেন নিজের ভাগ্য। এখন তিনি কেবল নিজেই স্বাবলম্বী নন, তার বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন এলাকার আরও কয়েকজন যুবক। স্বাধীনকে দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই শুরু করেছেন মাল্টা চাষ।
২০১৮ সালে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী অবস্থায় সংসারের অভাব দূর করতে উপজেলা কৃষি অফিসের পরামর্শে মাত্র ১৬ শতক জমিতে পরীক্ষামূলকভাবে মাল্টা চাষ শুরু করেন স্বাধীন। প্রথম বছরেই ভালো ফলন ও লাভ পাওয়ায় সাহস পান তিনি। পরে জমি লিজ নিয়ে চাষের পরিধি বাড়ান।
বর্তমানে দুই একর জমিতে রয়েছে তার মাল্টার বাগান। চলতি মৌসুমে মাল্টা বিক্রি করে তিন লাখ টাকা আয় করেছেন তিনি। আগামী বছর আয় দ্বিগুণ হওয়ার আশায় আছেন স্বাধীন। তার উৎপাদিত মাল্টা স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে আশপাশের জেলাতেও।
মাল্টা চাষের পাশাপাশি স্বাধীন গড়ে তুলেছেন সমন্বিত কৃষি বাগান। সেখানে আদা, হলুদ, কাজুবাদাম ও রামবুটান চাষ করছেন তিনি। তার বাগানে নিয়মিত কাজ করেন চার থেকে পাঁচজন শ্রমিক। ফলে স্থানীয় বেকার যুবকদেরও তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কেরামত আলী বলেন, নবাবগঞ্জ উপজেলায় এখন প্রায় ১৪ হেক্টর জমিতে ১৫০টি মাল্টা বাগান রয়েছে। কৃষি অফিসের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের ফলে কৃষকেরা এ চাষে আগ্রহী হচ্ছেন। চলতি মৌসুমেও ফলন ভালো হয়েছে।
এসএইচ