১৭ বছরের জুলুমের জবাব এবার ভোটে দেবে জনগণ: তানভীর হুদা

  • চাঁদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৯:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের মনোনয়নপ্রত্যাশী তানভীর হুদা বলেছেন, ১৭ বছরের জুলুম-নির্যাতনের জবাব জনগণ এবার ভোটের মাধ্যমে দেবে।

রবিবার বিকেলে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভিটিকান্দি মোল্লা বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ বৈঠক আয়োজন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে।

তানভীর হুদা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ এখন সম্পূর্ণভাবে নির্বাচনমুখী হয়ে উঠেছে। আওয়ামী লীগের দীর্ঘদিনের জুলুম, ভোট ডাকাতি ও দমননীতির কারণে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার তারা পরিবর্তনের অপেক্ষায় আছে।

তিনি দাবি করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

তানভীর হুদা বলেন, বিএনপির মধ্যে প্রতিযোগিতা আছে, কিন্তু প্রতিহিংসা নেই। দল যাকে মনোনয়ন দেবে, জনগণ তাকেই সমর্থন করবে। তিনি হুঁশিয়ারি দেন, যারা চাঁদাবাজি, সন্ত্রাস বা দরবার ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জামায়াত ইসলাম পিআর-পদ্ধতির দাবিতে বিলম্বের কৌশল নিচ্ছে। কিন্তু দেশের মানুষ এ ব্যবস্থাকে সমর্থন করবে না। বিএনপি জনগণের সরাসরি ভোটে ক্ষমতায় আসবে।

তানভীর হুদা তারেক রহমানের ঘোষিত ৩১ দফার সঙ্গে আরও তিনটি কার্ড কার্যক্রমের কথা বলেন—ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও ফারমার্স কার্ড। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এসব কার্ডের মাধ্যমে প্রতিটি নাগরিক ধাপে ধাপে সরাসরি সুবিধা পাবে।

বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা তাতী দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি এবং সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সহসভাপতি মো. রুবেল প্রধান।

এ সময় আরও বক্তব্য দেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

এসএইচ