দুদকের গণশুনানিতে ২৯ দপ্তরের বিরুদ্ধে শতাধিক অভিযোগ

  • ঝালকাঠি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৩:১২ পিএম
ছবি: প্রতিনিধি

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’-এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি।

সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ গণশুনানিতে ২৯টি সরকারি দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ শতাধিক অভিযোগ করেন। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ৭৪টি অভিযোগের শুনানি হবে। কিছু অভিযোগে দুদক সরাসরি অনুসন্ধান করবে, আর কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হবে বলে জানা গেছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ গণশুনানি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

গণশুনানির আয়োজন করেছে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

তিনি বলেন, ‘দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব শুধু দুদকের নয়, এটি আমাদের সবার। যার যার দায়িত্ব সততার সঙ্গে পালন করলেই দুর্নীতি অনেকটাই কমে আসবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, বরিশাল বিভাগীয় পরিচালক মোজাহার আলী সরদার ও ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

দুদক জানিয়েছে, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মানোন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধে সারাদেশেই এ ধরনের গণশুনানি আয়োজন করা হচ্ছে।

এসএইচ