বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে পুতে রাখা মাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি মিয়ানমার সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আহত নায়েক আকতার হোসেন ৩৪ বিজিবির রেজু আমতলী বিওপিতে কর্মরত। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
বিজিবি সূত্রে জানা যায়, রেজু আমতলী বিওপির আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির প্রস্তাবিত অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় আকতার হোসেন মাইন বিস্ফোরণের শিকার হন। ঘটনাস্থলটি লিংক রোড সংলগ্ন পেয়ারাবুনিয়া এলাকায়, যা কক্সবাজার ব্যাটালিয়নের দায়িত্বসীমার অন্তর্ভুক্ত।
বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, আহত সদস্যকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এসএইচ