উখিয়ায় ধানক্ষেতে কৃষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৫:১২ পিএম
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় স্থানীয় এক কৃষকের ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব লম্বরি বিল এলাকায় ঘটে।

নিহত কৃষক মোহাম্মদ আলম প্রকাশ বইল্লা বরো আলম (৪৫) একই এলাকার মৃত মশরফ আলীর ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, আলমের মরদেহের হাত-পা বাঁধা অবস্থায় ছিল এবং ঘটনাস্থলের পাশে বেশ কয়েকটি লাঠি পাওয়া গেছে।

মাহবুব আহমেদ শাকিল নামে এক স্থানীয় তরুণ ফেসবুকে পোস্টে লিখেছেন, মরদেহে আঘাতের কোনো শত্রুতা নেই বলে স্থানীয় জনগণ ধারণা করছে। অনেকের অভিযোগ, তাকে অন্য স্থান থেকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত তদন্ত করে নিহত দরিদ্র কৃষকের ন্যায়বিচার নিশ্চিত করবে।

প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এসএইচ