জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত চার

  • জামালপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৪:৫৫ পিএম
ছবি : প্রতিনিধি

জামালপুর: জামালপুরে ইজি বাইক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরো চারজন আহত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর উপজেলার অর্থনৈতিক অঞ্চল এলাকায় টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা আরিফা আক্তার পলি (২৪), রাশেদ মিয়া (১৮) এবং জামালপুর সদর উপজেলার চাঁন মিয়া (৬০)। বাকি আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।
 
স্থানীয়রা জানায়, জামালপুর থেকে ধনবাড়ীগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ মিয়া মারা যান। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরিফা আক্তার পলি, চাঁন মিয়াসহ আরেকজন মারা যান।
 
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

পিএস