তাড়াশে স্বেচ্ছায় রক্তদান সংগঠনের নতুন কমিটি গঠন

  • সিরাজগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৪:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে স্বেচ্ছায় রক্তদান সংগঠন ২০২৫-২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। সংগঠনের নতুন সভাপতি হয়েছেন নবীন শরীফ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাঈম হোসাইন মুন্না।

শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় উপজেলার শিশুপার্কে কমিটির পরিচিতি সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি দেলবর আহম্মদ, শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুম বিল্লাহ্।

নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে মিরাজ হাসান, আজাদ আকন্দ, তাইবুর খন্দকার, নাজমুল হক মেহেদী, আরিয়ান রবি ও আমিরুল ইসলামকে মনোনীত করা হয়েছে। যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন নাজমা খাতুন, মোক্তার হোসেন জিহাদী, মো. সাকিব হোসেন ও শাকিল আহমেদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌমিতা মৌ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা ও মো. সোহাগ হোসাইন। কোষাধ্যক্ষের দায়িত্বে থাকবেন আহসান হাবিব, প্রচার সম্পাদক আইনুল হক, উপ-প্রচার সম্পাদক সজিব আহম্মেদ, দপ্তর সম্পাদক মো. নাজিম উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক আবু বক্কার। ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন আব্দুল আলিম, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হুমায়ুন আহমেদ এবং ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হাদিউল হৃদয়, সাগর আহমেদ, এফএম এ সালেক, শাহ আলম আহমেদ, আবু হানিফ, আশরাফুল ইসলাম, ইমরান এইচ সজিব, মোছা. শাকিলা সুলতানা ও বিলকিস পারভীন।

নবনির্বাচিত সভাপতি নবীন শরীফ জানিয়েছেন, সামনের দিনগুলোতে সবাইকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক চেষ্টা করবেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈম হোসাইন মুন্না বলেন, এই দায়িত্ব সততার সঙ্গে পালন করা হবে এবং প্রয়োজন অনুযায়ী মানুষকে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে উদ্বুদ্ধ করা হবে।

এর আগে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় বেলা ৩টার দিকে বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক মিরাজ হাসান।

এসএইচ