কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ধনিরাম এলাকায় দুর্যোগ ও ত্রাণ বিভাগের অর্থায়নে নির্মিত ৪০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের তিন মাসের মাথায় ভেঙে পড়ে। সেই দুর্ঘটনার ছয় বছর পেরিয়ে গেলেও নতুন করে ব্রিজ নির্মাণ হয়নি। ফলে ছয় বছর ধরে ওই খালের দুই পাড়ের মানুষ ড্রামের ভেলায় করে ঝুঁকি নিয়ে পারাপার করছেন।
গ্রামের একমাত্র সংযোগ সেতুটি ভেঙে যাওয়ায় দুই গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ আজও চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও কর্মজীবী মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়েই পার হতে হয় খালটি।
দীর্ঘদিন মেরামত না হওয়ায় স্থানীয়দের একমাত্র ভরসা এখন সেই অস্থায়ী ড্রামের ভেলা। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। কৃষি পণ্য পরিবহনেও পড়তে হচ্ছে ভোগান্তিতে। এলাকাবাসী দ্রুত নতুন একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
শিক্ষার্থী জেসমিন, রুবেল ও নুরনাহার জানান, ‘ড্রামের ভেলায় করে স্কুলে যাওয়া খুব কষ্টকর। মাঝে মাঝে পড়ে যাই, বইপত্র ভিজে যায়। যদি নতুন একটা ব্রিজ হতো, আমাদের যাতায়াতে অনেক সুবিধা হতো।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা জানান, ‘খালের দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় আগের ৪০ ফুট ব্রিজটি ভেঙে গেছে। বর্তমানে খালের প্রস্থ আরও বেড়েছে, তাই নতুন করে ব্রিজ নির্মাণ করা সম্ভব হচ্ছে না।’
উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান জানান, ‘আগের ব্রিজটি দুর্যোগ মন্ত্রণালয়ের প্রকল্পে নির্মিত ছিল। রাস্তাটির কোনো আইডি না থাকায় নতুন করে ব্রিজ নির্মাণ করা যাচ্ছে না।’
এলাকাবাসী ও স্থানীয় সুধীজনদের প্রত্যাশা-িমানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সেখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেবে সরকার।
এসএইচ