গ্রামীণ সৌন্দর্যের প্রতীক হয়ে ফুটেছে কচুরিপানা ফুল

  • জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৫:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের খাল, বিল, ডোবা, নিচু জমি, পুকুর ও জলাশয়ে এখন ফুটে আছে কচুরিপানার ফুল। জলভরা মাঠে যেন নীলের উচ্ছ্বাস। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা বেগুনি-নীল ফুলগুলো ছড়াচ্ছে অপূর্ব সৌন্দর্য। এই মনোমুগ্ধকর দৃশ্য মুগ্ধ করছে স্থানীয় কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের।

স্কুল শেষে কিংবা ছুটির দিনে তারা দল বেঁধে ছুটে আসে পুকুরপাড়ে। কেউ ফুল তুলছে, কেউ সেই দৃশ্য আঁকছে খাতার পাতায়। প্রকৃতির সঙ্গে এমন ঘনিষ্ঠতায় তাদের মনে জাগে আনন্দ আর কৌতূহল।

শিক্ষার্থীরা জানায়, স্কুলে যাওয়া-আসার পথে রাস্তার পাশে ফুটে থাকা এই ফুলগুলোর সৌন্দর্য মন কেড়ে নেয়। তারা প্রায়ই ফুল সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়, যা তাদের কাছে আনন্দের বিষয়।

উদ্ভিদবিদ ও সহকারী অধ্যাপক মিজানুর রহমান বলেন, কচুরিপানার ফুল গ্রামীণ সৌন্দর্যের প্রতীক। প্রকৃতিপ্রেমীদের কাছে এটি প্রিয় একটি ফুল, বিশেষ করে কিশোর-কিশোরীদের কাছে। তিনি আরও জানান, এই উদ্ভিদ কৃষকেরাও জৈব সার হিসেবে ব্যবহার করেন।

ফলে কচুরিপানার ফুল শুধু সৌন্দর্যের নয়, গ্রামীণ জীবনেরও এক অপরূপ অংশ হয়ে উঠেছে কুড়িগ্রামের প্রকৃতিতে।

এসএইচ