নগরবাড়ী নৌবন্দর চালু, পণ্য খালাসের গতি বাড়বে দশ গুণ

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৬:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

পাবনায় ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতা ও নানা জটিলতা কাটিয়ে অবশেষে সর্বাধুনিক সুবিধাসম্পন্ন নগরবাড়ী নৌবন্দর উদ্বোধন করা হয়েছে। নতুন বন্দরের মাধ্যমে পণ্য খালাসের গতি আগের চেয়ে দশ গুণ বৃদ্ধি পাবে। রাজস্ব আয়ের পাশাপাশি স্থানীয় কর্মসংস্থানও বাড়বে।

শনিবার (৮ নভেম্বর) সকাল সোয়া এগারোটায় নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বন্দরের উদ্বোধন করেন। পরে মোনাজাত ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমরেড আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম। প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম বন্দর উন্নয়নের ক্ষেত্রে বিদেশি ব্যবস্থাপনার বিকল্প নেই। গত ১৭ বছরে বন্দর ব্যবস্থাপনায় যে অসুবিধা হয়েছে, তা উত্তরণ করার চেষ্টা চলছে। তিনি জানান, নগরবাড়ী নদীবন্দর পরিচালনায় থাকবে বেসরকারি প্রতিষ্ঠান, যা প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করবে।

বন্দর সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলে কম খরচে নদীপথে বিপুল পরিমাণ সার, কয়লা, সিমেন্ট, পাথরসহ অন্যান্য পণ্য আনা-নেওয়া হয় পাবনার নগরবাড়ী নৌবন্দর ব্যবহার করে। ২০১৮ সালে ৫৬৩ কোটি টাকা ব্যয়ে ৩৬ একর জমির ওপর শুরু হয় বন্দরের নির্মাণকাজ, যা নানা জটিলতার কারণে দুইবার সময় বাড়িয়ে ২০২৫ সালে সম্পন্ন হয়।

নতুন বন্দরে ৩৬০ মিটার কংক্রিটের জেটি, টার্মিনাল, ওয়্যারহাউস, গোডাউন, বাফার গোডাউন, ওপেন শেড ও ওপেন স্টেজসহ দ্রুত পণ্য লোড-আনলোডের সব ব্যবস্থা রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও ট্রাকচালকরা মনে করছেন, বন্দরের উদ্বোধন এলাকায় ব্যবসা-বাণিজ্য প্রসার ও আর্থ-সামাজিক পরিবর্তন আনবে।

নগরবাড়ী-কাজীরহাট-নরাদহ নদীবন্দরের পোর্ট অফিসার মো. খাইরুজ্জামান বলেন, আধুনিক নৌবন্দর চালু হওয়ায় দেশের অর্থনৈতিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন্দরে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে জাহাজ থেকে পণ্য খালাস অন্তত দশ গুণ বাড়ানো সম্ভব হবে। আগে যেখানে গড়ে প্রতিদিন দুই হাজার টন মালপত্র খালাস হতো, এখন সেখানে ২০ হাজার টন পর্যন্ত পণ্য খালাস করা যাবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

এসএইচ