বিএনপি সংস্কারের প্রতিপক্ষ নয়, ইতিহাস সাক্ষী দেবে: ডা. জাহিদ

  • হিলি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৬:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপিকে যারা সংস্কারের প্রতিপক্ষ মনে করেন, তারা প্রকৃতপক্ষে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছেন। বিএনপি কোন অবস্থাতেই সংস্কারের বিরোধী নয়। দেশের মানুষ, ইতিহাস ও গণমাধ্যম দেখাবে, বিএনপির ইতিহাসই সংস্কারের ইতিহাস।

শনিবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের ৮ নং ওয়ার্ডে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজকের পত্রিকায় কোনো এক উপদেষ্টা বলেছেন বিএনপি সংস্কারে বিশ্বাস করে না। তবে বাস্তবতা হলো, শহীদ জিয়াউর রহমান ও পরবর্তীতে বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপির ইতিহাস গড়েছেন। বিএনপি জন্ম থেকেই দেশের জন্য সংস্কার বাস্তবায়নের একমাত্র রাজনৈতিক দল। তিনি সকলকে আহ্বান জানান, ৩১ দফার আলোকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করার জন্য।

উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লেলিন, পৌর বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা, পৌর যুবদলের সদস্য সচিব সজীব কবির, পৌর জিয়া পরিষদের সদস্য সচিব আনোয়ার হোসেন ডাবলু এবং স্থানীয় নারী-পুরুষসহ দলের নেতাকর্মীরা।

এসএইচ