ক্ষমতার জন্য কিছু দল বিদেশি শক্তির সঙ্গে হাত মিলায়: ভিপি নুর

  • হিলি (দিনাজপুর) প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৮:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় পৌঁছানোর জন্য কখনও প্রতিবেশি দেশ, কখনও বিভিন্ন বিদেশী অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের ক্ষতি করে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুর।

শনিবার (৮ নভেম্বর) বিকেল চারটায় দিনাজপুর ইনস্টিটিউটে যাওয়ার পথে ফুলবাড়ী উপজেলার যমুনা ব্রিজ মোড়ে দিনাজপুর-৫ আসনের গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী মো. শাহাজান চৌধুরীর আমন্ত্রণে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

ভিপি নুর আরও বলেন, আগামীতে যদি গণ অভ্যুত্থানের অংশীজন, বিএনপি, জামাত বা এনসিপি সবাই মিলিত হয়ে অন্তত পাঁচ বছরের জন্য একটি জাতীয় ঐক্য দল গঠন করে, তাহলে রাজপথে কোনো আন্দোলন বা সংঘাত হবে না। দেশের কল্যাণ এবং মানুষের কল্যাণই সবার প্রধান লক্ষ্য হবে।

পথসভায় উপজেলা গণ অধিকার পরিষদের সব স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসএইচ