তাড়াশে কৃষ্ণচূড়া গাছ কাটাকে কেন্দ্র করে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ

  • সিরাজগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৭:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বস্তুল ইসহাক উচ্চ বিদ্যালয়ে শুক্রবার ছুটির দিনে বিদ্যালয়ের চত্বরে থাকা কৃষ্ণচূড়া গাছ কাটাকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও মন্তব্যের মাধ্যমে তারা স্কুল কর্তৃপক্ষের সমালোচনা করছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশ্বিনী সরকার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, শিক্ষার্থীদের এসেম্বলিতে সমস্যা তৈরি হওয়ায় সহকারী শিক্ষকরা গাছ কেটেছেন। তবে তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া এমন কাজ সম্ভব নয়।

অন্যদিকে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: হযরত আলী জানান, প্রধান শিক্ষক আগে আমার কাছে অনুমতি চেয়েছিলেন, যা আমি প্রত্যাখ্যান করেছি। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো গাছ কাটা সম্ভব নয়।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রাকিব হোসেন রানা ফেসবুকে লিখেছেন, “তরতাজা কৃষ্ণচূড়া ফুলের গাছটি ছুটির দিনে কেটে ফেলা হয়েছে। এই গাছ আমাদের শৈশবের অনেক স্মৃতি বয়ে এনেছে।” মো: নাজমুল হোসাইন আরও লিখেছেন, “টাকার অভাব না প্ল্যানিংয়ের অভাব, জানতে মন চায়?”

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, “আমি এই ঘটনার খবর নতুন পেয়েছি। গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেওয়া হবে।”

এসএইচ