আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (১১ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আর্মি সার্ভিস কোর সেনাবাহিনীর একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ শাখা, যা দীর্ঘদিন ধরে দেশমাতৃকার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তিনি কোরের সদস্যদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিতে বলেন।
সম্মেলনে সেনাপ্রধান আর্মি সার্ভিস কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সেনাবাহিনীকে কেবল ঐতিহ্য নয়, প্রযুক্তিগত উৎকর্ষ ও কৌশলগত প্রস্তুতিতেও এগিয়ে থাকতে হবে।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার এবং এএসসি সেন্টার অ্যান্ড স্কুলের (এএসসিসি অ্যান্ড এস) কমান্ড্যান্ট।
জাহানাবাদ সেনানিবাসের এই বাৎসরিক অধিনায়ক সম্মেলনে আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়কেরা অংশ নেন। তারা কোরের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
এসএইচ