লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে আবুল কালাম জহির (৫০) নামে বিএনপির এক স্থানীয় নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহির ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, পশ্চিম লতিফপুরের মোস্তফার দোকানসংলগ্ন সড়কে দুর্বৃত্তরা হঠাৎ হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পর তাকে রাস্তার ওপর ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনাস্থলেই জহিরের মৃত্যু হয়। পরে তার মরদেহের পাশে গুলির খোসাও পাওয়া যায়।
পুলিশের একাধিক সূত্র জানায়, অতীতে জহির মাদক ও মাটির ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকলেও সম্প্রতি এসব কর্মকাণ্ড থেকে সরে এসে স্বাভাবিক জীবনযাপনে ফিরছিলেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে পুরোনো বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, ঘটনার বিষয়ে আমি এখনো সঠিক তথ্য পাইনি। খোঁজ নিচ্ছি।
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, জহিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখনো নিশ্চিত হওয়া যায়নি কারা জড়িত বা কী কারণে এ ঘটনা ঘটেছে।” হত্যাকাণ্ডের উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
এম