স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, থানায় প্রথম স্ত্রীর অভিযোগ 

  • সিরাজগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৮:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ে করেছেন এক স্কুলশিক্ষক। এ ঘটনায় শিক্ষকের প্রথম স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ পৌর এলাকার শোলাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে রঘুনিলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মনোয়ার হোসেন একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সাদিয়া তাড়াশ পৌর এলাকার খুটিগাছা গ্রামের আব্দুস সালামের মেয়ে।

গত মঙ্গলবার গোপন সংবাদ পেয়ে মনোয়ার হোসেনের প্রথম স্ত্রী শামীমা জাহান খুটিগাছা তালপুকুরপাড় এলাকায় সাদিয়ার বাড়িতে যান। সেখানে তিনি স্বামী মনোয়ার ও সাদিয়াকে একই কক্ষে দেখতে পান। এ সময় বিষয়টি জানতে চাইলে মনোয়ার ও সাদিয়ার পরিবারের সদস্যরা তাঁকে গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগে উল্লেখ করেন শামীমা।

পরে নিরুপায় হয়ে শামীমা জাহান বুধবার সন্ধ্যায় তাড়াশ থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

শামীমা জাহান বলেন, ‘আমার স্বামী চরিত্রহীন। আগেও তাঁর স্কুলের এক শিক্ষার্থীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে এলাকায় আলোড়ন তুলেছিল। আমি নিজেও শিক্ষক। মেয়ের বিয়ের কারণে এত দিন বিষয়টি প্রকাশ না করে স্বামীকে বুঝিয়ে ফিরিয়ে আনতে চেয়েছি। কিন্তু আর না পেরে থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছি। আমি সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

এ বিষয়ে জানতে মনোয়ার হোসেনকে ফোন করা হলে তিনি বিয়ের কথা অস্বীকার করে বলেন, ‘আপনারা তো নিউজ করেই ফেলেছেন। আপনাদের আর কী বলব।’

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, তিনি সারাদিন অফিসের বাইরে ছিলেন। অভিযোগের বিষয়টি জেনে পরে জানানো হবে।

এসএইচ