কুড়িগ্রামের ফুলবাড়ীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উপজেলার আটটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীকে সাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিরাজুদ্দৌলা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, নগরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ অনেকে।
সাইকেল পাওয়া শিক্ষার্থীরা জানান, তাঁদের বাড়ি থেকে বিদ্যালয় অনেক দূরে হওয়ায় নিয়মিত আসা–যাওয়ায় সমস্যা হতো। মাঝে মাঝে যানবাহনের সংকটে সময়মতো স্কুলে পৌঁছানো যেত না। বিনা মূল্যের সাইকেল পেয়ে এখন তাঁদের যাতায়াত সহজ হবে, আর ক্লাসও মিস হবে না।
বিতরণ শেষে ইউএনও রেহেনুমা তারান্নুম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যাদের বিদ্যালয়ে যেতে অসুবিধা হয়, তাঁদের কথা বিবেচনা করেই এই সাইকেল দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সাইকেলগুলো শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যেতে সহায়তা করবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন এবং বাল্যবিবাহ রোধে সবাইকে সক্রিয় থাকার আহ্বান জানান।
এসএইচ