ঠাকুরগাঁওয়ে ক্রিকেটের নতুন সম্ভাবনা দেখছেন বিসিবি পরিচালক

  • ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৩:৪৮ পিএম
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

বৃহস্পতিবার সকালে পৌর শহরের হাজীপাড়া এলাকায় অবস্থিত স্টেডিয়ামটি ঘুরে দেখেন তিনি। পরিদর্শন শেষে আসিফ আকবর বলেন, শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন জেলায় ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান তাঁরা। এ জন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আসিফ আকবর জানান, ঠাকুরগাঁও স্টেডিয়ামটি বর্তমানে বেশ ভালো অবস্থায় রয়েছে এবং ক্রিকেট উন্নয়নে এ জেলার বড় সম্ভাবনা রয়েছে। তবে কিছু চাহিদা পূরণ জরুরি। বিশেষ করে নারী খেলোয়াড়দের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর অনুশীলন সুবিধা, আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন উন্নয়ন, নেট সুবিধা ও একাডেমিক প্রস্তুতির মতো বিষয়গুলো দ্রুত সময়ের মধ্যে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হবে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, জাতীয় নারী ক্রিকেট দলের কোচ ও অ্যানালিস্ট রাশেদ ইকবাল এবং জেলা ক্রিকেট কোচ রোকুনজ্জামান রাহাত।

এসএইচ