রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে শিশু নিহত

  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৩:১২ পিএম
ছবি : প্রতিনিধি

রূপগঞ্জ: ভূমিকম্পে বাড়ির সীমানা প্রাচীর  ধসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ফাতেমা খাতুন নামের ১০ মাস বয়সের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে মা কুলসুম বেগম শিশুকে কোলে করে পাশের বাড়িতে যাওয়ার সময় সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে ।

আহত মা কুলসুম বেগম (৩২) ও অপর পথচারী জেসমিন বেগমকে (৩৫) স্থানীয়  ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাতেমা খাতুন গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে। ধসে পড়া দেয়ালের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ভবনে ফাটল দেখা দিয়েছে। 

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হয়েছেন।

পিএস