নির্বাচনে ইসলামী দলগুলোকে বেছে নেবে জনগণ

  • লক্ষ্মীপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৫:৩৪ পিএম
ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রেজাউল করিম বলেছেন, এদেশের মানুষ ইসলামের পক্ষে আছে, আগামী দিনেও তারা ইসলামের পক্ষে থাকবে। ইতিমধ্যে এদেশের শান্তি প্রিয় জনগণ ইসলামের পতাকা তলে সামিল হতে শুরু করেছে। তারা আর কোনও চাঁদাবাজ সন্ত্রাসীকে ভোট দিবেনা। তারা আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে বেছে নেবে। 

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে পৌরসভার ১১ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় অছিমউদ্দিন ক্বারি বাড়ি মাদ্রাসা মাঠে এ জনসভার আয়োজন করা হয়। 

রেজাউল করিম বলেন, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্রশিবিরের নেতারা বিজয় অর্জন করেছে। কারণ তারা ছিল মেধাবী। এই কারণে তাদের মেধা ও গুণ দেখে সাধারণ ছাত্র-ছাত্রীরা তাদের পক্ষে রায় দিয়েছে। 

তিনি আরও বলেন, সারা পৃথিবীতে ইসলামের বিজয় শুরু হয়ে গেছে। আগামী দিনে বাংলাদেশও ইসলামের বিজয় হবে। আর যদি ইসলামের বিজয় হয়। তাহলে দেশ আল্লাহর আইন মতো চলবে। ওমরের শাসন চলবে। তখন আর অন্যায় হবেনা। চাঁদাবাজি হবেনা, সন্ত্রাস হবেন। সুখে শান্তিতে থাকবে আমাদের দেশের সাধারণ মানুষ।

পিএস