ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার গেটে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) এবং মো. রাজন (১৯)।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, হামলার ঘটনার পর থেকেই ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ অভিযান শুরু হয়। এ অভিযানে ঘটনার সঙ্গে জড়িত চারজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, এই হামলায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। বাকি আসামিদের ধরতে জোর চেষ্টা চলছে।এর আগে গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার গেটে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এম