পাবনার ঈশ্বরদীতে পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী প্রচারণায় দফায় দফায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অধ্যাপক আবু তালেব মন্ডলসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। হামলাকারীরা তাদের মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তবে তালেব মন্ডল সামান্য আহত হয়েছেন।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায়। আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি; তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলার সময় আবু তালেব মন্ডলের গাড়ি ভাঙচুর করা হয়। তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, তবে সামান্য আহত হন। অর্ধশতাধিক জামায়াত কর্মী আহত হয়েছেন, তাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নুর সাংবাদিকদের বলেন, ‘আপনারা স্পটে আসুন। আমরা স্পষ্টেই আছি। বিস্তারিত বক্তব্য নিতে হলে আরও দুই ঘণ্টা পরে আসতে হবে।’
এ ঘটনায় মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাবনা-৪ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এসএইচ