ঢাকা: মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনে ঐতিহ্যবাহী মানিকগঞ্জ সিটি ক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মোহাম্মদ রফি (অপু) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামীম আল মামুন।
রোববার সন্ধ্যা ৮টায় ক্লাব সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।
নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন খন্দকার আতিক।
১৯৮৬ ও ১৯৮৭ ব্যাচের সমন্বয়ে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত মানিকগঞ্জ সিটি ক্লাবের শুরুর পথচলা ছিল ক্রীড়া ও সংগঠনের প্রতি নিবেদিত একদল তরুণকে ঘিরে।
জেলা ক্রীড়া অঙ্গনে নিজেদের সক্রিয়তা, সাফল্য ও ধারাবাহিক অংশগ্রহণের মধ্য দিয়ে ক্লাবটি বহুবার চ্যাম্পিয়ন এবং রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে। দীর্ঘদিনের সুদৃঢ় কর্মকাণ্ডের মধ্য দিয়ে ক্লাবটি জেলা ক্রীড়াঙ্গনে শক্ত ভিত্তি তৈরি করেছে।
নবনির্বাচিত সভাপতি গোলাম মোহাম্মদ রফি অপু বলেন, ক্লাবের সবার ভালোবাসা ও আস্থায় দায়িত্ব পেয়েছেন তিনি। নতুন কমিটির সকল সদস্য মানিকগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, জেলার ক্রীড়াঙ্গনে মানিকগঞ্জ সিটি ক্লাবের অবস্থান আরো সুদৃঢ় করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার নিয়ে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
পিএস