দেয়ালে স্লোগান লিখতে গিয়ে যুবলীগের তিন নেতা আটক

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা এলাকায় প্রকাশ্যে দেয়ালে রাজনৈতিক স্লোগান লেখার সময় যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে স্থানীয়রা আটক করেছেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

সোমবার ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে ফটিকছড়ি পৌরসভার মসজিদের দেয়াল ও আন্ডা মার্কেট এলাকায় দেয়াল লিখনকালে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন মো. তারেক হোসেন (৪২), মো. আকরাম হোসেন (২৪) ও মো. বেলাল উদ্দিন (৫৮)। তাদের মধ্যে তারেক হোসেন ফটিকছড়ি পৌরসভা যুবলীগের নেতা ও বিবিরহাট বাজারের ব্যবসায়ী। অপর দুজনের একজন পেশায় বাবুর্চি এবং একজন রিকশাচালক।

স্থানীয় সূত্র জানায়, তারা দেয়ালে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা স্লোগান লিখছিলেন। বিষয়টি নজরে আসতেই এলাকাবাসী পুলিশে খবর দেন।

ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাইল গণি অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা নির্বাচনের আগে ফটিকছড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।

ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মুহাম্মদ বেলাল উদ্দিন মুন্না বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানিয়েছেন, দেয়াল লিখন ও জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসএইচ