কুয়াশার চাদরে ঢেকে গেছে নীলফামারী

  • নীলফামারী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১০:৪৯ এএম

দু’দিন ঝলমলে রোদের পর আজ শনিবার ভোর রাত থেকে আবারও কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নীলফামারীর জনপদ। ভোররাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মত পড়ছে কুয়াশা।

ঘন কুয়াশার কারণে সামান্য কাছের বস্তুও ঠিকমত দেখা যাচ্ছে না। সেই সঙ্গে হিমেল বাতাসে চরম দূর্ভোগে পড়েছে জেলার দরিদ্র শ্রমজীবি মানুষজন।

মেঘলা আকাশ আর কুয়াশার কারণে দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। জন শুন্য হয়ে পড়েছে রাস্তা-ঘাট। হাট-বাজার গুলোতে লোকজনের সমাগম কমে গেছে।

সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী ঘেঁষা জনপদের মানুষজন। এইসব এলাকার দরিদ্র মানুষজনের স্বাভাবিক কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা।

উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের খগারচর গ্রামের ভ্যানচালক রহমত আলী জানান, পেটের তাগিদে কনকনে শীতের মধ্যেও রিক্সা ভ্যান নিয়ে বের হয়েছি। ঘন কুয়াশার কারণে মানুষজন বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না। ফলে যাত্রী না থাকায় আয় কমে গেছে। সকাল ১০টা পর্যন্ত মাত্র ৩০ টাকা আয় হয়েছে বলে জানান তিনি।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগি সেলসিয়াস।

এম