নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের নেতা পরিবারের সন্তান কাউসার মিয়া নামে এক ইউপি সদস্য ডিআইজি নাজমুলের ভাতিজা পরিচয়ে দৈনিক মানবকন্ঠের সাংবাদিক রাশেদুল ইসলামকে পুলিশ দিয়ে তুলে নিয়ে গুম করার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিক রাশেদুল ইসলাম রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছেন।
রাশেদুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে দৈনিক মানবকন্ঠে সংবাদ প্রকাশ করছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের অনিয়ম, দুর্নীতি ও মাদক নিয়ে তার লেখা সংবাদে ক্ষিপ্ত হয়ে ২৮ ডিসেম্বর রাত সাড়ে ১২টায় ইউপি সদস্য কাউসার তাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালাজ শুরু করে। গালাগালাজ বন্ধ করতে অনুরোধ করলে কাউসার ক্ষিপ্ত হয়ে পুলিশ দিয়ে তাকে এবং তার পরিবারের সদস্যদের তুলে নিয়ে গুম করার হুমকি দেয়। বর্তমানে তিনি ও তার পরিবার আতঙ্কে দিন পার করছেন।
স্থানীয়রা জানান, কাউসার ও তার বাবা আব্দুর রশিদ এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। বিএনপিতে যোগ দিয়ে ইউপি সদস্য হওয়ায় কাউসার আরও বেপরোয়া হয়ে উঠেছে।
রূপগঞ্জের সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দাবি করেছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকারকে ক্ষুণ্ণ করে। দ্রুত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
অভিযুক্ত ইউপি সদস্য কাউসার মিয়া সাংবাদিকদের সঙ্গে কথোপকথন স্বীকার করেছেন, তবে হুমকি বা গুমের অভিযোগ অস্বীকার করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল জানিয়েছেন, অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ