বাগেরহাট: নবম পে-স্কেল ঘোষণার দাবিতে বাগেরহাটে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সরকারী, বেসরকারী,আধা-সরকারী, স্বায়ত্তশাসিত স্ব-শাসিত প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আগামী ৩১ তারিখের মধ্যে নবম পে-স্কেল ঘোষণা করা না হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে একাত্ম হয়ে প্রয়োজনে কাফনের কাপড় পরে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান,সন্ততির ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রধান উপদেষ্টা আমাদের যৌক্তিক দাবি মেনে নিবেন।
পিএস