নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দিন দিন নষ্ট হচ্ছে: সোবহান

  • বরিশাল প্রতিনিধি   | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৭:৩০ পিএম
ছবি : প্রতিনিধি

বরিশাল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড দিন দিন নষ্ট করা হচ্ছে। প্রচারণায় বাঁধা প্রদান, হামলা চালিয়ে রক্তাক্ত জখমসহ আমার নেতাকর্মীদের হাত-পা কেটে ফেলার হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে আগৈলঝাড়া উপজেলা সদরের নগরবাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে স্থানীয় সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কথাগুলো বলেন।

ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান আরও বলেন, বরিশাল-১ আসনের জনগণ সুখে শান্তিতে থাকতে চায়। তারা চাঁদা দিতে চায় না, তারা সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ট হয়ে গেছে। পুরো এলাকা মাদকে ভরে গেছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ অতীতের মতো অত্যাচারিত হয়ে আর পালিয়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিতে চায় না। এ জন্য শান্তিপ্রিয় মানুষদের মধ্যে শান্তি স্থাপন করার জন্য আমি প্রার্থী হয়েছি।

তিনি আরও বলেন, ফুটবল মার্কা হচ্ছে গৌরনদী ও আগৈলঝাড়ার হিন্দু সম্প্রদায়সহ সবধর্মের শান্তি প্রিয় মানুষকে রক্ষার মার্কা। আমি প্রতিজ্ঞা করছি, আমাকে এমপি নির্বাচিত করা হলে এখানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা সুখে-শান্তিতে বসবাস করবেন। কারো বিরুদ্ধে মিথ্যে মামলা করতে দেওয়া হবে না।

অভিযোগ করে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, বরিশাল-১ আসনের নির্বাচনী পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। আমিসহ আমার কর্মী সমর্থকরা যখনই সাধারণ মানুষের কাছে যাচ্ছেন তখনই বিএনপি মনোনীত প্রার্থী তার লোকজনদের লেলিয়ে দিয়ে হুমকি ধামকিসহ হামলা চালাচ্ছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, সন্ত্রাসীরা প্রকাশ্যে তান্ডব চালালেও থানা পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা একপক্ষের এজেন্ডা বাস্তবায়ন করছে। যেকারণে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড দিন দিন নষ্ট হচ্ছে।

ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, আমরা পরিস্কার করে বলতে চাই, নির্বাচন কারো পৈত্রিক সম্পত্তি নয়। জনগণের ভোটাধিকার হরণ করার চেষ্টা করবেন না। অবিলম্বে এই সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার দাবি জানাচ্ছি। বরিশাল-১ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ সন্ত্রাসীদের দমনে নির্বাচন কমিশনের কাছে জোর দাবি করছি।

পিএস