সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • বাগেরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৬, ০৩:৪৫ পিএম

বাগেরহাটে বালু বোঝাই টলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুরাতন বাগেরহাট-রুপসা সড়কের বাগেরহাট সদর উপজেলার রাংদিয়া কলেজিয়েট স্কুলের কাছে এই দুর্ঘটনা ঘটে। অমিত দাস (১৮) নামে আহত অপর একজনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার আফরা গ্রামের আনাম জমাদ্দারের ছেলে তান্না জমাদ্দার (১৮) এবং মশিদপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সাকিব (১৫)। এরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বলেন, যাত্রাপুরের আফরা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে আসার পথে তিন মোটরসাইকেল আরোহীর সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বালু ভর্তি টলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাদের বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কাইফি আজিজ বলেন, আহত তিনজনের মধ্যে দু’জনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর