রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৬, ০৬:২৯ পিএম

ঝিনাইদহ : মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মাষ্টার শরাফত হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা শাহ্ মুহা. এনামুল হক, সেক্রেটারী মাওলানা শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ূন কবীর, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মমতাজুল করিম, সেক্রেটারী মুফতি মনিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার আহ্বায়ক মাওলানা রুহুল আমীন খান, সদস্য সচিব মুফতি আব্দুল্লাহ আল-মামুন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হুসাইন।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা, উপজেলা শাখার নেতাকর্মীরা। এসময় বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবি জানান।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম