ইঞ্জিন লাইনচ্যুত, বিপাকে ৪ শতাধিক যাত্রী

  • সিরাজগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১, ২০১৭, ১০:৩২ পিএম

সিরাজগঞ্জ: জেলার বাজার রেলওয়ে ষ্টেশন এলাকায় রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে লোকাল ট্রেনটির যাত্রা বাতিল করায় বিপাকে পড়েছে প্রায় ৪শতাধিক যাত্রী।

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে সদ্য নির্মিত লুপ লাইনে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন জানান, সন্ধ্যার দিকে রাজশাহী এক্সপ্রেস লোকাল নামে ট্রেনটি চাপাইনবাবগঞ্জ সিরাজগঞ্জ বাজার ষ্টেশনে পৌছে। ট্রেন থেকে যাত্রী নামার পরই সদ্য নির্মিত লুপ লাইনে ইঞ্জিনটি ঘুরানোর ক্রসিং পয়েন্ট থেকে ফেরার সময় লাইচ্যুত হয়ে পড়ে। এ কারণে ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে। তবে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলেও তিনি জানান।

তিনি আরও জানান, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত সিরাজগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিও সিরাজগঞ্জে আসতে পারবে না।


সোনালীনিউজ/ঢাকা/আকন