উদ্ধারকাজ চলছে

সংঘর্ষের পর বাস-ট্রাক খাদে, একজনের মৃতদেহ উদ্ধার

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০১৭, ০৭:৫৩ পিএম
ফাইল ছবি

গাজীপুর: জেলার চক্রবর্তী এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনার সময় বাস-ট্রাক দুটোই রাস্তার পাশে খাদে পড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চক্রবর্তী এলাকায় বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে দ্রুতগামী বাস মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি গাড়িই পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে চক্রবর্তী পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে পৌঁছে। স্থানীয়দের সহায়তায় তারা উদ্ধার অভিযান চালায়।

দুর্ঘটনাস্থান থেকে একজনের মৃতদেহ উদ্ধার করেছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চক্রবর্তী পুলিশ ফাড়ির ইনচার্জ হারুন অর রশিদ সোনালীনিউজকে জানান, উদ্ধারকাজ চলছে। তবে এখনও হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।


সোনালীনিউজ/ঢাকা/আকন