বিএনপি’র সাবেক এমপির ৯ বছরের কারাদণ্ড

  • পটুয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৭, ০৪:৩০ পিএম

পটুয়াখালী: দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক বাসুদেব রায় এ দণ্ড প্রদান করেন।

দুদুকের আইনজীবী স্পেশাল পিপি অ্যাডভোকেট গাজী নেছার উদ্দিন জানান, সম্পদের তথ্য গোপন ও আয়কর বিবরণীতে তা উল্লেখ না করায় আদালত দুদক আইনের ২৬(২) ধারায় দুই বছর এবং ২৭(১) ধারায় সাত বছরের কারাদণ্ড প্রদান করেছে।

গত ২০১০ সালের ২৫ মার্চ পটুয়াখালী দুদকের সহকারী পরিচালক লুৎফর রহমান বাদী হয়ে শহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেছিলেন। মামলার রায় ঘোষণার সময় শহিদুল আলম তালুকদার উপস্থিত ছিলেন। পরে তাকে প্রিজন ভ্যানে দ্রুত জেলহাজতে প্রেরণ করা হয়। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নুরুল আমিন রেজা। এ রায়ে সংক্ষুব্ধ আসামি পক্ষ উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবীরা।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর