মহেশখালীতে বন্দুকযুদ্ধে কুইল্যা ডাকাত নিহত

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩, ২০১৭, ০৩:৩৩ পিএম

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে কুইল্যা মিয়া ডাকাত নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছেন পুলিশের ৬ সদস্য। ঘটনাস্থল থেকে বিভিন্ন প্রকার ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৩৫ টি রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন।

শুক্রবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোয়ানোক ইউনিয়নের কেরেনতলী পাহাড়ি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার একটি পাহাড়ে সন্ত্রাসীরা অবস্থান করছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ১১ টার দিকে। ওই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। খবর পেয়ে কক্সবাজারের পুলিশ সুপারের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ২ ঘণ্টা বন্দুকযুদ্ধে সন্ত্রাসীরা পিছু গেলে পুলিশ পাহাড়ে অভিযান শুরু করে। এতে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি খুইল্যা মিয়া ডাকাত এবং তার বিরুদ্ধে ২০ টির বেশি মামলা রয়েছে। এতে উদ্ধার করা হয়েছে বিভিন্ন প্রকার ১৩ টি অস্ত্র ও ৩৫ টি রাউন্ড গুলি। আহত পুলিশের ৬ সদস্যকে মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ