স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • ফরিদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২১, ২০১৭, ০৫:২৮ পিএম

ফরিদপুর: স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী কাঞ্চন হালদারকে যাবজ্জীবন সাজা প্রদান করেছেন আদালত। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

ফরিদপুর শহরের ভাটিলক্ষিপুরে আসামি কাঞ্চন হালদারের (৩৪) বাড়ি। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট স্বপন কুমার পাল জানান, ২০০৯ সালের ১৪ জুন ভোর রাতে কাঞ্চন হালদার তার স্ত্রী স্বপ্না মালোকে (২৪) কুপিয়ে জখম করে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর এলাকার জীবন মালো বাদি হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় নারী নির্যাতন ও যৌতুক আইনে মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আদালত স্বপ্না মালোর স্বামী কাঞ্চন হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর