কয়েলের আগুনে গবাদি পশুসহ ৬ বসতঘর ছাই

  • দিনাজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২২, ২০১৭, ০৭:২৪ পিএম

দিনাজপুর: জেলার বীরগঞ্জে মশা তাড়ানোর কয়েলের আগুনে গবাদি পশুসহ ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবার।

বুধবার (২২ মার্চ) ভোরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চক মহাদেব গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বীরগঞ্জের মোহনপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম জানান, মোহনপুর ইউনিয়নের চক মহাদেব গ্রামের মো. বেলাল হোসেন মঙ্গলবার (২১ মার্চ) রাতে মশা তাড়ানোর লক্ষ্যে গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। ভোরে কয়েল থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।

এলাকাবাসী টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুন ততক্ষণে প্রতিবেশি মো. জাফরের ঘরে ছড়িয়ে পড়ে। এতে দুই পরিবারের ৬টি ঘর, ৬টি গরু, ৪টি ছাগল ও শতাধিক হাস-মুরগীসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোহনপুর ইউপি পরিষদ চেয়ারম্যান মো. মজিদুল ইসলাম মাষ্টার, মোহনপুর ইউয়িন আওয়ামী লীগ সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বীরগঞ্জ থানার ওসি মো. আককাছ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম